রিপোর্ট:শামসুল হক মামুন
কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের ইমামের চর গ্রামে অবস্থিত ভৈরব উপজেলা মানবিক সংগঠন এর প্রধান কার্যালয়ের শুভ উদ্ধোধন ও দরিদ্রদের মাঝে ২০০শত টাকা করে নগদ ৩০হাজার ও বিবাহের জন্য এক দরিদ্র পরিবার কে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়াও উপজেলার ৭ ইউনিয়নে ১৪ টি বসতঘর তৈরী করে দেয়ার উদ্যোগ নিয়েছেন বলে নাগর টিভিকে জানিয়েছেন সংগঠনের সদস্যগন। উক্ত অনুষ্ঠানে উদ্ধোধন করেন ভৈরব -কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদ এর সভাপতি শেখ ইসহাক,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌতুক বিরোধী সমাজ কর্মী জুম্মা খান নিয়াজী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামী লীগ পরিবার এর সভাপতি মাসুদুর রহমান মাসুদ,ভৈরব থানার এস আই জাহাঙ্গীর আলম,SAnews এর সম্পাদক ও প্রকাশক এবং সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক ও ভৈরব উপজেলা প্রেসক্লাব এর অর্থ সম্পাদক শামীম আহমেদ,ইতালি প্রবাসী খোকন মিয়া,সমাজ কর্মী আতিকুর রহমান বাবুল,উপদেষ্টা ইসহাক মিয়া,ভৈরব উপজেলা প্রকৌশলী অফিস এর ইঞ্জিনিয়ার মোঃ জমির উদ্দিন,আমলাপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার সহ-সভাপতি ও আমলাপাড়া বায়তুল হোসেন ভুইয়া জামে মসজিদ এর সাধারণ সম্পাদক মোঃ মহর আলী, যুবলীগ নেতা পারকি হোসেন দানিস, অভিনেতা মাসুম খান,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার ভৈরব প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া। সভাপতিত্ব করেন, শিমুলকান্দি বিশিষ্ট মুরব্বি মোঃবিল্লাল মিয়া। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন
ভৈরব উপজেলা মানবিক সংগঠন এর উপদেষ্টা সমাজ কর্মী জাকির হোসেন। মনুষ্যত্ব সেখানেই বিরাজ করে যারা স্রষ্টার সৃষ্টিকে ভালবেসে যায়,গরীব অসহায় মানুষের পাশে দাড়ায়, দুঃখী মানুষের মুখে হাঁসি ফোটায়, অন্যায়ের প্রতিবাদ করে ও সত্য ন্যায়ের পথে চলে, আমার পরম সুভাগ্য আজ এমনই কজন জনদরদী মানুষদের পাশে পেয়েছি,যেমন শেখ ইসহাক (সভাপতি, ভৈরব -কুলিয়ারচর প্রবাসী জন কল্যাণ ঐক্য পরিষদ, মোঃ মাসুদুর রহমান ( সিনিয়র সহ – সভাপতি, ভৈরব – কুলিয়ারচর প্রবাসী জন কল্যাণ ঐক্য পরিষদ) এস আই জাহাঙ্গীর আলম ভৈরব থানা,মোঃ খোকন মিয়া প্রবাসী, মাসুম খান নাট্য অভিনেতা,সমাজ সেবক, সাংবাদিক শামীম আহমেদ জুয়েল ভাই,মোঃইছাক মিয়া ভৈরব উপজেলা মানবিক সংগঠন এবং মানবিক জাকির হোসেন,আজ ভৈরব শিমুলকান্দিতে ভৈরব উপজেলা মানবিক সংগঠনের শুভ উদ্বোধন উপলক্ষে,১৫০ জন মানুষকে প্রথম রমজানে ইফতার করার জন্য নগত অর্থ প্রদান করেন,সম্মানিত সদস্য বৃন্দ, সংগঠনের সম্মানিত সদস্য বৃন্দের আন্তরিকতা ভালবাসায় আমরা ধন্য,আর সব কিছুর নেপথ্যে দেশ – বিদেশে মহৎ ব্যাক্তিরা,যাদের অর্থায়নে এই আয়োজন,আর সব কিছু সংগঠিত করেছেন সবার ভালবাসার জাকির হোসেন সকল প্রবাসী ভাইদের আপনাদের সহযোগীয়তায় জয় হোক মানবতার, আলহামদুলিল্লাহ