তারেকুল ইসলাম( ঢাকা বিনোদন প্রতিনিধি। ওস্তাদ আলী আকবর খান একাধারে গায়ক, সুরকার, গায়ক ও বাধক। মূলত তিনি একজন শাস্ত্রীয় সংগীত শিল্পী। বাংলাতে জন্ম নেয়া এই এই গুণী শিল্পীর ছিল বাংলাদেশ,ভারত, পাকিস্তান তিন দেশের জাতীয়তা। তার পিতা বিখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খান। আলী আকবর খান কলকাতায় একটি মিউজিক স্কুল প্রতিষ্ঠা করেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে তিনি সংগীতের অধ্যাপক হিসেবে ছিলন। আগামী কাল ১৪ ই এপ্রিল তার জন্মদিন।