রিপোর্টঃ ইতালী প্রতিনিধি।প্রবাসী একতা নরসিংদী জেলা যুব সংগঠনের উদ্যোগে ২০২১ এর সাইকেল ভ্রমণ আয়োজন করা হয়েছে।সাইকেল ভ্রমণ অংশ গ্রহন জানিয়েছেন ইতালির মনফালকনে বাংলাদেশীদের নিয়ে এই সাইকেল ভ্রমণ আমাদের আনন্দ দিয়েছে এবং একত্রিত করেছে। আমাদের প্রবাসের এই ব্যতিক্রমী একটি উদ্যোগ সবাইকে আনন্দ দেওয়ার জন্য আর সংগঠনের মূল কাজ হচ্ছে ইতালী গরিঝিয়া মনফালকোন কমিউনিটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। আমাদের প্রবাসী একতা নরসিংদী সংগঠনের মূলনীতি হবে সামাজিক কাজ করা অসহায় মানুষের পাশে থাকা। আমরা সামনে আমাদের কমিউনিটির সাথে সামাজিক মূলক কাজ করে যাব ইনশাআল্লাহ।
সাইকেল ভ্রমণ প্রতিযোগিতা আয়োজনে পরিচালনায় ছিলেনঃ- মোহাম্মদ রুমেল মিয়া, আলী আকবর, সাদ্দাম হোসাইন, সোহেল ভূইয়া, সাইফুল ইসলাম, শরিফ,হৃদয়,সোহান আল কাদির