লেখক:-রাতাইল ইসলাম রাতুল
চলো আজি গড়ি মোরা,
সকলে মিলে সত্যের এক প্রান।
কলম চলবে সত্যের পথে,
যার দুয়ারে সবাই হবে সমান।
সত্যের জন্য অপমান,
কখনোই না ‘অবশ্যই উঁচু হবে আত্মসম্মান’।
দিতে হবে না প্রান,
না পারলে শুধু রাখো সত্যের দিকে কান।
লাশ কাটে যে ডোম,
সে ও জানে কত অক্ষয়ী অস্ত্র সত্যের এ কলম।
আজি আর নয় মিথ্যায়,
মোর কলম চলবে সত্যের পথে বিনাদ্বিধায়।
চলো আজি সত্যের সন্ধানে_ন্যায়ের পথে_অন্যায়ের প্রতিবাদে, সত্যের প্রান গড়ি।
শুদ্ধমনে, মহীয়ানের তরে,
সত্যের কলম ধরি।
ভয় পেয়ো না শেষ হবে না এ কলমের কালী,
কত ওলী—বিদ্রোহী কবি, সত্যের জন্যে দিয়েছে নিজেদের অমূল্য রক্তের বলী।
ভয় করো না এগিয়ে চলো,
সপক্ষে সত্যেরই সন্ধানে।
যেমনি ছিলো বীর বাঙ্গালী মুজিব সেনারা,
ভাষার জন্যে নিজের জীবন দানে।
কখনো ফিরে যেওনা পিছুটানে,
লড়তে হবে মায়ের সম্মানে।
সত্যের কলম থাকবে সাথে,
ন্যায়ের পথে সবখানে।
চলো আজি গড়ি মোরা,
সকলে মিলে সত্যের এক প্রান।
কলম চলবে সত্যের পথে,
যার দুয়ারে সবাই হবে সমান।