রিপোর্ট:শামসুল হক মামুন। দেশ-বিদেশে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গুলোতে স্থান করে নিয়েছে তরুন নির্মাতা নাঈম হকের “দ্য টাইপিস্ট“ ।কিশোরগঞ্জের ভৈরবের সন্তান নাঈম হক। যে দেশ গুলোতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে নেপাল সাংস্কৃতিক চলচ্চিত্র উৎসব, দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব , মুম্বাই children’s ফিল্ম ফেস্টিভাল, ঢাকা সিলেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কলকাতা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, নেপাল চলচ্চিত্র উৎসব, টরেন্টো কানাডা, হায়দ্রাবাদ বাঙ্গালী চলচ্চিত্র উৎসব, ত্রিশূর চলচ্চিত্র উৎসব, ইন্ডিয়া ফার্স্ট টাইম ফিল্মমেকার সেশন, যুক্তরাষ্ট্র ফার্স্ট টাইম ফিল্মেকার সেশন যুক্তরাজ্য, কাফালু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, পালেরমো ইতালি,খুলনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ৩২ টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তরুন নির্মাতা নাঈম হক বলেন ভালো কাজের মান সব সময় আছে । বর্তমান সময় মানুষ ভিউ পেছনে দৌড়াচ্ছে আমি তার উল্টো পথে হাটি সোসাল মিডিয়াতে প্রচুর ভিউ এর জন্য অনেকে অসামাজিক কন্টেন্ট তৈরি করে আসছে ,আমার প্রতিটা কাজ হবে মানুষের হ্দয় ছোয়া আমার ইচ্ছে ছিল আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়া সেটা আমি দ্য টাইপিস্ট নির্মাণ করে তা পেয়েছি অনেক সম্মান এবং প্রশংসা কুড়িয়েছি এটা আমার জীবনে অনেক বড় পাওয়া আশা করি ভালো কিছু দর্শকদের জন্য ভালো কিছু নিয়ে আসব