শামসুল হক মামুন। হুমায়ুন ফরিদীর নাটকের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে অভিনয় জগতে প্রবেশ করেন ১৮ বছর বয়সে । রফিকুল ইসলাম হুমায়ুন ফরিদী অভিনয় নকল করে একা একা নির্জন জায়গায় অভিনয় করতেন নিজে নিজে, এমনি করতে করতে বন্ধুদের নিয়ে মঞ্চ নাটক করার কথা মাথায় আসে, জগনাথপুর বাড়ির পাশে একটা উঠানে ঘরের বারান্দা কে মঞ্চ হিসেবে ব্যবহার করে শুরু হয় নাটকের যাত্রা এমনি করে প্রতি বছর তার গতিপথ বাড়তে থাকে ঘরের বারান্দা থেকে মাঠ পেরিয়ে এই অভিনয় দিয়ে শুরু এক সময়ের জনপ্রিয় ‘’নতুন বন্ধুর পরিচয়’’ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হিসাবে স্বীকৃতি পেতে থাকে। বয়স বাড়তে থাকে এমনি করে ডাক পায় প্রশিকা, ব্র্যাক, পপির এনজিও প্রযোজনার সামাজিক সচেতন মূলক পথ নাটকের ।
সাইকেল পাড়ি দিয়ে ১৫০ টাকার বিনিময়ে ৬ থেকে ২০ কিলোমিটার সাইকেল চালিয়ে পথনাটক করে নাট্যদলের নিজের স্থান করে নিয়েছেন, নিজের নামের সাথে যুক্ত করে চরিত্র করেছেন টাইগার রফিক , কাটা রফিক,রফিক ভৈরবী বিভিন্ন নামের উপাধি অর্জন করেছেন কেউ রফিক ভৈরবী বলে ডাকলে বেশি খুশি হয়। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত অভিনয় কে ভালবাসেন ।
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান । রফিকুল ইসলাম বলেন জীবনে অনেক মঞ্চে অভিনয় করেছেন পাশাপাশি কয়েকটি টেলিভিশন অভিনয় করার সুযোগ হয়েছে যেমনঃ-বাচাল বাচ্চু নাটক চ্যানেল আই,হিরো আজমল মুভি বাংলা টেলিভিশন, অন্তরালে ৭১ বিজয় টিভি। পারিবারিক চাহিদা মেটাতে একটি প্রাইভেট হাসপাতাল ’’হাবিব মেডিকেল হল’’ সিরিয়াল দেখার দায়িত্বে কাজ করে যাচ্ছেন বিগত ১৫ বছর যাবত ।
অভিনয়ের জন্য ডাক্তারের কাছে ছুটি নিয়ে যান, ডাক্তার রফিকুল ইসলাম(রফিক ভৈরবী ) কে অনেক পছন্দ করেন তাই না করেন না রফিক ভৈরবী এক ছেলে দুই মেয়ে রয়েছে, রফিকুল ইসলাম(রফিক ভৈরবী )জিগাসা করা হয় আপনি কি এখন অভিনয় করেন ? রফিক বলেন যতদিন বেঁচে আছে অভিনয় করে যাব এতে আমার আত্মার শান্তি মিলে নিজেকে খুঁজে পাই, আমার কি হলো কি হলো না এই নিয়ে আমার মাথা ব্যথা নাই ।
আপনি অভিনয়ের জন্য কত টাকা নেন ? আমি কোন টাকা নেই না অভিনয় টাকার জন্য করি না অভিনয়কে ভালোবাসি তাই করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে পারি ।