রিপোর্টঃ শামসুল হক মামুন। ভৈরবে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকা প্রদান শুরু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর এলাকায় অবস্থিত ট্রমা সেন্টারে স্থাপিত আইসোলেশন সেন্টারে এই টিকা প্রদান কার্যক্রম চলছে। এর আগে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ হাজারেরও বেশী শিক্ষার্থী নিজ নিজ স্কুলে তালিকাভূক্ত হয়ে টিকা কার্ড গ্রহণ করে। আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রমা হাসপাতালের আইসোলেশন সেন্টারে উপস্থিত হয়ে প্রথম ডোজ টিকা গ্রহণ করে। সেন্টারটির দ্বিতীয় ও তৃতীয় তলায় দুইটি বুথে মেয়ে ও একটি বুথে ছেলে শিক্ষার্থীরা তাদের টিকা গ্রহণ করে। প্রথম দিন সরকারি কে.বি পাইলট ও ভৈরব এমপি পাইলট উচ্চ বিদ্যালয়ের আড়াই হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদ আলম জানান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় অত্যন্ত সুশৃংখলভাবে শিক্ষার্থীদের এই টিকা কার্যক্রম চলে। আগামী ১৩ তারিখ পর্যন্ত উপজেলার ৩৪টি বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। এই কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ টিকাদান কর্মী, অভিজ্ঞ স্বেচ্ছাসেবী ও মেডিকেল অফিসাদের তত্ত্বাবধানে টিম গঠন করা হয়েছে।