মুহাম্মদ কাইসার হামিদ প্রতিনিধিঃ নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নব-প্রতিষ্টিত বেসরকারি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান “ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে সাবেক মনোয়ারা জেনারেল হাসপাতাল ভবনে ফিতা কেটে “ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার” আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এর সাবেক পরিচালক ডা. মো. এহসানুল হক মকুল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. এনামুল হক আবু বাক্কার। উদ্বোধন শেষে ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. নাজমুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর চেয়ারম্যান মো. সেলিম হায়দার, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এড. মশিউর রহমান, লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো. সালাহ উদ্দিন, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল হক, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন খোকন, ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালিব, ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের পরিচালক মো. রোস্তম আলী, হাজী আলী আকবর বেলায়েতী, নিখিল চন্দ্র দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডা. খুরশেদুর রহমান ও ডা. তামান্না সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বক্তারা উপস্থিত সবাইকে এ সেন্টারে রোগী পাঠানোর আহবান জানিয়ে বলেন, লক্ষ্মীপুর বাজারে এটি একটি নতুন মাত্রা যোগ হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হলে হাসপাতালের সুনাম অক্ষুন্ন থাকবে। মানুষকে সেবা দেয়া হাসপাতাল কর্তৃপক্ষের মূল দায়িত্ব। মানুষের সেবা করে যে আত্মতৃপ্তি পাওয়া যায় সে তৃপ্তি অন্য কোন জায়গায় পাওয়া যায় না। কোন রোগী যেন হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার না হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আহবান জানান তারা।