মুহাম্মদ নাজির
দুনয়নের আশার আলো-কে জমকালো ;
অচেনা প্রীতি -একযুগ নয় স্মৃতি
এক পলকেই নিঃশেষ হলো।।
আমার-ই আধা, তাঁহার-ই শ্রদ্ধা করেছি সর্বদা ;
সম্মানিতর সুভিধায়-এনেছিলাম এক উপায়
যেই কারণে অকারণে দিলে লেগেছিলো অযথা কাদা।।
আপনকে চিনিতে-যায়না চেনা বাণীতে ;
তৃষ্ণায় বুক যতই হৌক না ভুখ
সজিবো না (প্রভূব্যাতিত)আর কাহারো করুণার পানিতে।।
উপরে উঠিবার তরে আপনার কাধে;
সহস্র সম্মান -পেয়েছেন কত জন
বলিলেনঃআমারি অবদান আপনার কি সাধে।।
আজ বিষের-ই বিষ নাই -বিষহারা ধোঁড়া;
সর্ব শ্রান্ত লুন্ঠন করিয়া
বোকা সাজিয়াছি ভবে চিতার মড়া।।
তাই আমি এখন ভবের অচেনা কীট;
সর্ব হাটের কাঁঠালী কলা
বাস্তবতা-ই শতাব্দীর সেরা বিদ্যাপীঠ।।