ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ গতকাল সোমবার বিকাল পাঁচটার দিকে ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজারে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মো মামুনুর রশীদ। এরপর বিমানবন্দর থেকে সড়কপথে তাঁকে নিয়ে যাওয়া হয় কলাতলী সৈকতে অবস্থিত পাঁচ তারকা হোটেল সায়মান বিচ রিসোর্টে। এখানেই রাত যাপন করবেন ডেনিশ রাজকুমারী ম্যারি এলিজাবেথ।জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজকুমারী ম্যারি এলিজাবেথ রিসোর্ট থেকে সড়কপথে যাবেন উখিয়ার কুতুপালং (ক্যাম্প-৫) রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়শিবিরে। রাজকুমারীর সফর নিয়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. সামছু-দ্দৌজা বলেন,মঙ্গলবার সকালে কুতুপালং আশ্রয়শিবিরে পৌঁছে ডেনমার্কের রাজকুমারী সেখানকার বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করবেন। উখিয়া ও টেকনাফের ছয় হাজার একরের বেশি পাহাড় ও বনাঞ্চল উজাড় করে গড়ে তোলা আশ্রয়শিবিরের পরিবেশ রক্ষায় সেখানে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) নামে একটি বিদেশি সংস্থা। রাজকুমারী ডিআরসির পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণের পর সেখানে বৃক্ষ রোপণ করবেন। পাশাপাশি রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বেশ কিছু রোহিঙ্গা নারী-পুরুষ ও স্থানীয় লোকজনের সঙ্গেও কথা বলার কথা রয়েছে রাজকুমারীর। (২৭ এপ্রিল) বুধবার রাজকুমারী কক্সবাজার থেকে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেবেন। সেখানে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে মতবিনিময় করতে রাজকুমারী যাবেন সাতক্ষীরার কুলতী গ্রামে। ওই দিন বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন।২৫ এপ্রিল সোমবার সকালে রাজকুমারী তিন দিনের সফরে বাংলাদেশে আসেন।