বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় ঢাকার প্রাণকেন্দ্র রমনা থানাধীন জামিয়া ইসলামিয়া দারুল উলুম ( দিলুরোড মাদরাসা) ঈর্ষণীয় ফলাফলের মাধ্যমে সফলতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ।
এবছর ১৪৪৩ হিজরী মোতাবেক ২০২২ ইংরেজী শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় বিভিন্ন জামাতে ৩য়, ৫ম, ৬ষ্ঠ,৮ম,৯ম ও ১০ তম স্থানসহ মোট ৮০ জন শিক্ষার্থী মেধাস্থান (স্টার মার্ক) লাভ করেছে।
ফলাফলের বিস্তারিতঃ
ইবতিদাইয়্যাহ(প্রাইমারি সমমান) জামাতে মোট পরীক্ষার্থী ৬৫ জন। এই জামাতে ৫ম,৬ষ্ঠ,৭ম,তিনজন ১০ তম, ও ১১তমসহ মোট ৪১ জন মেধাস্থান লাভ করেছে ।
মুতাওয়াসসিতাহ(মাধ্যমিক সমমান) জামাতে মোট পরীক্ষার্থী ৪১ জন। এই জামাতে ৩য়, ৫ম সহ মেধাস্থান লাভ করেছে ২২ জন।
সানাবিয়া উলইয়া(উচ্চ মাধ্যমিক) জামাতে মোট পরীক্ষার্থী ৫১ জন। এই জামাতে ৮ম সহ মোট ১৩ জন মেধাস্থান লাভ করেছে ।
ফযীলত-(ডিগ্রী সমমান) জামাতে মোট পরীক্ষার্থী ৩৮ জন। মেধাস্থান লাভ করেছে ৩-জন।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম (দিলুরোড মাদরাসার) প্রতিষ্ঠাতা মুহতামীম,শাইখুল হাদীস আল্লামা মুফতী সালাহ উদ্দীন দা,বা, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং মাদরাসার সকল আসাতিযায়ে কেরাম ও পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্রকে মোবারকবাদ জানিয়েছেন।
এইচ এম জহিরুল ইসলাম মারুফ,
তাকমীল(মাস্টার্স)-দিলুরোড মাদরাসা