সজীব আল হোসাইন,ইতালি:
ইতালির ভেনিসে কমিউনিটির ব্যক্তিবর্গের আয়োজনের ঈদ পুর্ণমিলনী ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ত্রেভিজো শহরের স্থানীয় একটি হল রুমের মোহাম্মদ সেলিম,আলী বাবু,আলম কাজল, তৈয়ব আলী,ইমরান হোসেন,সোহেল
,কামরুল হাসান রাসেল এর পরিচালনায় ও
মো.হিরা,মিজান,মোতাহার,খাইরুল ইসলাম সহ উপস্থিত সবার সার্বিক সহযোগিতায়
ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
উল্লেখ গত দুই বছর করোনা মহামারী পরিস্থিতির কারনে ঈদের আমেজ থেকে প্রবাসী বাংলাদেশীরা ঘরবন্দী ছিল।
কিন্তুু এবছর করোনার প্রভাব কমে যাওয়ার কারণে প্রবাসী বাঙালিদের মাঝে নতুন করে
উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
অনুষ্ঠানে কমিউনিটি নেতারা বলেন
প্রবাসে ব্যস্ততার মধ্যে একটু সুখের পরশ পেতে প্রতি বছর আমরা ঈদ পুনর্মিলনসহ বিভিন্ন আয়োজন করে থাকি।
সবাইকে বিনোদন দিতে এবং ক্লান্তি দূর করতে আমাদের এ আয়োজন।
Leave a Reply