রিপোর্ট:শামসুল হক মামুন।কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড পোড়া পাগলার মাজারে ওরসে পাশাপাশি তরুনরা জোয়ার আসর বসিয়ে খোলামেলা ভাবে চলছে জোয়া। এতে অংশ গ্রহন করেন এলাকার ছোট শিশু,কিশোর,যুবকরা । উপস্থিত ওরসে ঘুরতে আসা লোকেরা বলেন কালিকা প্রসাদ ইউপি চেয়ারম্যান জোয়া খেলা নিজে এসে বন্ধ করেছেন চেয়ারম্যান চলে যাবার পর ফের শুরু হয় । আগে এলাকার কিছু শক্তিধর বংশের লোক মেলা হলে খেলা বসাত এখন আগে যারা খেলা বসিয়েছে তারা এখন আসে না কিছু সখ্যংক তরুন ছেলে খেলা চালিয়ে যাচ্ছে । ৩নং ওয়ার্ডের অনেক ছেলে আছে যারা ফেসবুকে প্রতিবাদ করে বাস্তবে কোন বালাই নেই । কালিকা প্রসাদে নামধারি ৩১টি সমাজ কল্যান সংঠনের সাইন বোর্ড থাকলে সমাজের কল্যানে মাদক জোয়ার বিরুদ্ধে কারো কোন ভৃমিকা নেই বলে জানান কালিকা প্রসাদের একজন নাম না প্রকাশ করা সচেতন নাগরিক। পোড়া পাগলার মাজারে আশেপাশে অনেক নেতা এবং সচেতন মানুষ থাকলে ও তাদের কোন প্রকার অবেধ্য কাজে বাধা দিতে দেখা যায় না । প্রশাসন বার বার চেষ্টা করে ও ব্যর্থ হচ্ছেন ফের খেলা শুরু । মঙ্গলবার মধ্যরাত২ টা বাজে ওরসে ঘুরে জমজমাট ওরসে জোয়া খেলতে দেখা যায় । সাধারণ জনগণ কবে মুক্তি পাবে কালিকা প্রসাদের মাদক জোয়া থেকে ????
Leave a Reply