হুমায়ূন আহমেদ-স্টাফ রিপোর্টার,
আদমদিঘী বগুড়াঃ
দীর্ঘ ১২ বছর বছর পর আজ বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮/০৫/২০২২ইং তারিখ শনিবার দিনব্যাপী উপজেলার রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে ভোটের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা, বেলুন উড়িয়ে উদ্বোধন ও ব্যালট পেপারের মাধ্যমে ভোট শুরু হয়। এই সম্মেলনটির উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. আনোয়ারুল ইসলাম তালুকদার রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা বিএনপির আহবায়ক ও পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদিন চাঁন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য লাভলী রহমান, বগুড়া জেলা বিএনপি নেতা, এ কে এম আহসানুল তৈয়ব জাকির, এম.আর ইসলাম স্বাধীন, অ্যাড. মো. হামিদুল হক চৌধুরী হিরু, মোর্শেদ মিলটন, এ কে এম তৌহিদুল আলম মামুন, মাফতুন আহমেদ খান রুবেল, এক এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক এইচ এম মুক্তা প্রমুখ। আলোচনা শেষে দ্বিতীয় পর্বে দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলার ৬টি ইউনিয়ন কমিটির সদস্যদের নিয়ে ৪ টি পদের জন্য ১২ জন প্রার্থী সরাসরি কাউন্সিলরদের ব্যালট পেপারের ভোটের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে ভোট গণনার শেষে
আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক (দুইটি) পদে নির্বাচিত হয়েছে। আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুল মহিত তালুকদার ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে আবু হাসান ভোট ২৩৩ পেয়ে নির্বাচিত হয়েছে । কমিটির সাংগঠনিক পদে ইউনুস আলী ১৭৬ ভোট পেয়েছেন, শফিকুল ইসলাম লিখন ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, বিগত ২০১০ সালে আদমদীঘি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আবদুল মুহিত তালুকদার সভাপতি ও বুলবুল ফারুক সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।
Leave a Reply