রিপোর্ট:শামসুল হক মামুন। কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব উপজেলার আলশেফা হাসপাতালে ১৫ দিনের শিশুর ভুল চিকিৎসায় মৃত্যুর দাবি স্বজনদের । ০৩/০৬/২০২২ আনুমাুনক রাত ৭টায় ওয়ার্ড বয়ের ইনজেকশনের ৩০ মিনিটের পর শিশু মারা যায় । মৃত্য শিশুর স্বজনদের দাবি ভুল চিকিৎসায় মারা গেছে । মারা যাওয়ার পর মৃত্য শিশুর স্বজনরা হাসপাতালে বীর করে লোক জন নিয়ে হাসপাতালের ডাক্তারদের হামলার চেষ্টা করে । এরই মধ্যে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনার চেষ্টা করে । ইট দিয়ে ঢিল মেরে হাসপাতালের কিছু জানালার গ্লাস ভেংগে ফেলে । হাসপাতালের কর্মচারি স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে । ভৈরব থানা পুলিশ থানার অভিযোগ করে মামলা দায়ের কথা বলেন এবং আপনারা হাসপাতাল আঙিনা ত্যাগ করেন । এখানে আরো অন্যান রোগি রয়েছে তাদের সমস্যা হচ্ছে একথা বলে মৃত্য শিশু স্বজনদের থানায় নিয়ে যাওয়া হয় মামলা দায়ের করার জন্য। আল শেফা জেনারেল হাসপাতালের মালিক ডাঃ এ বি সিদ্দিক বলেন শিশুটি আমার এখানে ৩ দিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় ছিল। আমি নিজে চিকিৎসা করেছি শিশুটি পুরোপুরি সুস্থ্য ছিল আমি দুপুরে রোগী ছেড়ে দিয়েছি সুস্থ্য অবস্থায় কিন্তু উনারা রাত র্পযন্ত ছিল পরে ওয়ার্ড বয় ইনজেকশন দিয়েছে । তবে এই ইনজেকশনের কারণে শিশুর মৃত্যুর কোন কারন আমি ডাক্তার বিদ্যায় খুজে পাচ্ছি না । কিভাবে কি হল বূঝতে পারছি না। এই রিপোর্ট র্পযন্ত থানায় মামলা চলমান রয়েছে পরর্বতী সংবাদের জন্য পাশে থাকুন । উপস্তিত ছিলেন সাংবাদিক এবং প্রশাসন ।
Leave a Reply