গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির আয়োজনে বৃহস্পতিবার (২৩জুন) দুপুর ৩ ঘটিকায় পদ্মা সেতু উদ্বোধনী খুশিতে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের বহুমুখী পদ্মাসেতু। এই স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বশেমুরবিপ্রবিতে এই শোভাযাত্রা ও আনন্দ মিছিল এর আয়োজন করেন শিক্ষক সমিতি। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. কিউ. এম. মাহবুব এর নেতৃত্বে আনন্দ শুভাযাত্রা মিছিলটি আচার্য জগদীচন্দ্র বসু একাডেমিক ভবন এর সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন এর সামনে শেষ হয়। আনন্দ শোভাযাত্রাটিতে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. আবু সালেহ’সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। আনন্দ শুভাযাত্রায় বক্তব্য রাখেন বশেমুরবিপ্রবি উপাচার্য ড. এ. কিউ. এম. মাহবুব আলম। এসময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগের ফলেই এই মেগা প্রোজেক্ট সফল হয়েছে। পদ্মা সেতুর ফলে দেশ আন্তর্জাতিকভাবে এগিয়ে যাবে। এটা আমাদের বড় পাওয়া। বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান বলেন, পদ্মা সেতুর বিরুদ্ধে দেশে-বিদেশে বহু ষড়যন্ত্র হয়েছে যাতে এই সেতু হতে না পারে। তবে এসব ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেতু এখন দৃশ্যমান। তিনি আরো বলেন, সেতুর প্রতিটি পিলার যখন স্থাপিত হয়েছে দেশের মানুষের একটি করে স্বপ্ন তখন পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বের জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আনন্দ শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর পক্ষ থেকে শিক্ষক সমিতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তার সাহসিকতা এবং দেশেকে এতবড় সম্পদ উপহার দেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
Leave a Reply