রাজন হোসেন তৌফিক-মৌলভীবাজারঃ
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা ও সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয় ২০১৬ এস. এস.সি ব্যাচের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। তাদের নেই কোনো সংগঠন, নেই কোনো প্রফেশনাল ফাউন্ডেশন , তার পরও সাধারন শিক্ষার্থীরা ব্যানর্তদের মাঝে ত্রান বিতরণ করছেন নিজ উদ্যোগে ।
বলছি বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয় একঝাঁক তরুন শিক্ষার্থীদের কথা , সবে মাত্র বিএ / ২য় বছরের শিক্ষার্থী ওরা। কারো বয়স ১৯-২০ কিংবা ২১ বছর, এত অল্প বয়সে মানুষের পাশে দাঁড়ানোর মত সৎ সাহস কয়জনেরই বা থাকে।
সিলেটের উপর দিয়ে বয়ে যাওয়া মহা দূর্যোগে ব্যানর্তদের মাঝে হাজির হয়েছেন বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের সাধারন শিক্ষার্থীরা। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে তারা সাধ্যমত আর্থিক সহযোগীতা করেছেন।
তাদের কোনো প্রফেশনাল ফাউন্ডেশন না থাকার সত্তেও তারা সাধারন মানুষের পাশে সহযোগীতা হাত বাড়িয়ে দিয়েছেন।
এই বিষয়ে কিছু শিক্ষার্থীদের কথা বললে তারা জানান মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য , সাধ থাকলে ও সাধ্য নেই , তবুও আমরা অনেক কষ্ট করে কিছু টাকা তুলেছি। আজ যদি আমরা কোন চাকরি করতাম তাহলে ১৬০০-২০০০ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ ব্যবস্থা করতে পারতাম।
মহান আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, তাহলে ভবিষ্যতে এভাবে আমরা যেকোনো মহাপ্লাবন ও দূর্যোগে মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ ।
Leave a Reply